গামকা মেডিকেল রিপোর্ট চেক | Gamca Medical Report Check

গামকা মেডিকেল রিপোর্ট চেক করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? মেডিকেল টেস্ট করার পর রিপোর্ট FIT এসেছে নাকি UNFIT এসেছে জানতে হলে রিপোর্ট চেক করতে হবে।

গামকা মেডিকেল টেস্ট করার পর রিপোর্ট তৈরি হতে সময় লাগে। রিপোর্ট তৈরি হলে আপনার গামকা স্লিপ নাম্বার বা পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল টেস্ট রিপোর্ট চেক করতে পারবেন। কীভাবে Gamca Medical Report Check করতে হয় জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।

গামকা মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম

গামকা রিপোর্ট চেক করতে wafid.com/medical-status-search/ লিংকে ভিজিট করুন। পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে চান নাকি গামকা স্লিপ নাম্বার দিয়ে চেক করতে চান সেটি সিলেক্ট করুন। পাসপোর্ট সিলেক্ট করলে পাসপোর্ট নাম্বার এবং জাতীয়তা সিলেক্ট করতে হবে।

স্লিপ নাম্বার দিয়ে চেক করতে চাইলে শুধু গামকা স্লিপ নাম্বার দিয়ে Check বাটনে ক্লিক করলেই আপনার রিপোর্ট FIT এসেছে নাকি UNFIT এসেছে জানতে পারবেন।

মেডিকেল রিপোর্ট চেক সৌদি
  • শুরুতেই wafid.com/medical-status-search/ এই লিংকে ক্লিক করুন।
  • By Passport Number অথবা Wafid Slip Number যেকোনো একটি সিলেক্ট করুন।
  • By Passport Number সিলেক্ট করলে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন এবং Nationality Bangladeshi সিলেক্ট করুন।
  • যদি Wafid Slip Number সিলেক্ট করেন, তাহলে আপনার স্লিপ নাম্বারটি লিখুন।
  • এরপর, Check বাটনে ক্লিক করে রিপোর্ট দেখতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো ব্যক্তির গামকা মেডিকেল টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে নাকি নেগেটিভ এসেছে তা চেক করতে পারবেন।

আরও পড়ুন –

পাসপোর্ট নাম্বার দিয়ে গামকা মেডিকেল চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে গামকা মেডিকেল টেস্ট রিপোর্ট চেক করতে চাইলে wafid.com/medical-status-search/ এই লিংকে ভিজিট করুন। এরপর, By Passport Number অপশনটি সিলেক্ট করুন। অতঃপর, Nationality লেখার নিচে ড্রপ-ডাউন মেনু থেকে Bangladeshi সিলেক্ট করুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক

সবশেষে Check বাটনে ক্লিক করুন। তাহলে, আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে গামকা রিপোর্ট চেক করে FIT এসেছে নাকি UNFIT এসেছে জানতে পারবেন।

স্লিপ নাম্বার দিয়ে গামকা মেডিকেল চেক

গামকা স্লিপ নাম্বার বা Wafid Slip নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে চাইলে wafid.com/medical-status-search/ এই ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, Wafid Slip Number অপশনটি সিলেক্ট করুন। এরপর, আপনার স্লিপ নাম্বারটি ফাঁকা ঘরে লিখুন।

Check বাটনে ক্লিক করে গামকা রিপোর্ট FIT নাকি UNFIT এসেছে তা জানতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে পাসপোর্ট নাম্বার কিংবা স্লিপ নাম্বার ব্যবহার করে যেকোনো ব্যক্তির মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন।

শেষ কথা

গামকা মেডিকেল রিপোর্ট চেক বা Gamca Slip Check করার পদ্ধতি শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা গামকা মেডিকেল টেস্ট করেছিলেন কিন্তু এখনো রিপোর্ট পাননি, তারা অনলাইনে রিপোর্ট চেক করতে পারবেন পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে।

FAQ

গামকা রিপোর্ট চেক করতে কত টাকা লাগে?

গামকা রিপোর্ট চেক করতে কোনো টাকা লাগেনা।

গামকা মেডিকেল রিপোর্ট চেক করতে কী কী লাগে?

গামকা রিপোর্ট চেক করতে পাসপোর্ট নাম্বার অথবা গামকা স্লিপ নাম্বার লাগে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *